সিলেটে বাড়ছে বর্বরতা

সিলেটে বর্বরতা বাড়ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যানে সাম্প্রতিক সময়ের বর্বরতার চিত্র আঁতকে উঠার মতো। পান থেকে চুন খসলেই ঘটছে অঘটন। হামলা, নির্যাতন, ছিনতাই, রাহাজানি এখন সিলেটে অনেকটা নিত্যনৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। বাড়ছে হত্যাকান্ডও। সবচেয়ে আতঙ্কের বিষয় বর্বরতার সিংহভাগই ঘটছে প্রকাশ্যে। আইনি তৎপরতা কিংবা শাস্তি না থাকায় দিন দিন অপরাধীরাও হয়ে উঠছে বেপরোয়া। এতে একেকটি ঘটনা ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি ঘটছে ভয়াবহ আকার নিয়েÑ যা লোকাল এরিয়া ছেড়ে দেশ তথা আন্তর্জাতিকভাবে তোলপাড় সৃষ্টি করছে। রাজন, সাঈদ, মামুন, শাকিল, তাজুল, নূরজাহান হত্যা, বাহুবলে চার শিশুকে মাটিচাপা আর খাদিজার চিত্র তার জ্বলন্ত উদাহরণ।  প্রতিনিয়িত বর্বরোচিত হামলার শিকার … Continue reading সিলেটে বাড়ছে বর্বরতা